দেবদাস
ইমরান আলিফ
তারা দেবদাসেদের ভালোবাসেনা,তবু কিছু দেবদাস ভালোবাসার জন্য বাঁচে।
চায়ের দোকানে সন্ধ্যা নামে,ভাবনায় পার্বতীরা আসে,মদের বোতলে রাত নামে,রাতের অর্ধেক কেটে যায় ভিজুয়ালাইজেশনে।
ভোর রাতে ঘুম নামে,ফের পার্বতীরা আসে,চোখের ভিতর খেলা করে।
ঘুম ভাঙে পেটে টান পড়ে, আধপেট খেয়ে ক্লাস-ভার্সিটি,অফিস,আড্ডা সব চলে চলতে থাকে।
ফের চায়ের টংয়ে সন্ধ্যা নামে,
হলুদ সন্ধ্যায় পার্বতীরা আসে,পরীর মতো উড়ে বেড়ায় মদের বোতলে।
নেশার ঘোরে উত্তেজনা বেড়ে বেড়ে কমতে থাকে,ফের ঘুম নামে,ফের দেবদাস ঘুমায়।