কদমের হাট

Admin

ইমরান আলিফ

আমি দাঁড়িয়ে রই,জীবন আর মৃত্যুর সন্ধিক্ষনে দাঁড়িয়ে থাকা,
অপেক্ষামান আয়ুরেখায়।
যেখানে ভোরেরা তিমিরে আছন্ন,যেখানে মেঘ আর সুর্যের সাংঘর্ষিক সম্পর্ক,যেখানে হৃদপিন্ড ঝলসে যায় বজ্রপাতে,যেখানে ভালোবাসা হয়ে যায় নিবিড় বিরহ।

সেখানেই!
সুখ আর শোকের স্তুপে আমি দাঁড়িয়ে থাকি, অক্সিজেনের অভাবে পড়ে থাকা সতেজ মৃতদেহের মতো।
আমার রক্তে প্লাবিত হয় প্রিয়তমার উষ্ণ বুক,প্রশান্তি হয়ে যায় প্লাবন ভূমি,সেখানে গড়ে উঠে কদমের হাট।

যে হাটে পরন্ত বেলায় গোধলি নামে,ব্যাপারিদের ভীরে চাপা পড়ে আমার অবয়ব, আমার মৃতদেহের উপর সওদা হয় একগুচ্ছ কদমের!
আমার বুকের উপর ছুটে চলে ব্যাপারিদের জাহাজ,
দু’চোখে গড়িয়ে পড়ে সমুদ্রের জল!
মূহুর্তেই,
ঝাপসা হয়ে যায় আমার প্রতিচ্ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *