মঘা

Admin


শ্রী অতনু সেন

——–

জেগে আছো নিশান ধরে,
অথচ,দেখা নেই মাটির কোলে;
কবর,শ্মশান একই রূপরেখা,
বললেই ডুবে যাবো সময়ের দোলে;

সময় ধরে প্রগলভা রূপ দেখি,
হোক সে মা,বন্ধু,প্রেমিকা বা বৌ,,
বিধি একবার লেখ্য এঁকে দিলে,,
বদলাতে পারেনি কেউ;

তুমি দেখেছো দরিয়া সব,,,
মজে গেছে সভ্যতার ময়লা ধুয়ে;
অদেখা সমুদ্র আমি,,,
যাবো আবেগে বা বশে ভাসিয়ে;

ভেবো তখন নিজ দায়ভার,,,
যেমন ছিলাম,,,,,, আছি পরিস্কার;

কোথাও লবণ পেলে
পাকস্থলী খুঁজে নিও আবেশে,,,
নুন খেয়ে নেমকহারামি
হয়না পরবেশে;

সময় সে,,,,, আমি পরিসর,,,
দরিয়া তোমার,,,,, আমি নভচর।

বি:দ্র: মহাকাশের উজ্জ্বলতম নক্ষত্র মঘা।।

বরং, কৃত্তিকার রবি অনেক বেশি ধ্বংশলীলা বোঝে,,,,,, উদ্দেশ্য সফল হলেও ভিন্নতেররা লাভবান হননা তার দ্বারা।।

Source : লতা ফেসবুক পেজ থেকে নেওয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *