বৃষ্টির রঙে হৃদয়
শিমুল তরফদার
আবহাওয়া হৃদয়ে আঘাত করছে,
বৃষ্টির বুনো তাপস্যায় মোহিত হয়ে।
মেঘের রঙে হারানো ছায়া,
ক্ষণিক সুখে পালিয়ে গিয়ে।
ধারা ধারা বর্ষন্ত প্রেম,
হয় আবহ শখ উল্লাসে।
প্রকৃতির মাঝে পেলাম আমি
আপন মনের স্পর্শে।
ভিজা ভিজা মেঘের মধ্যে
ছড়িয়ে ঝড়ে ওঠে ভাসা।
আপন ত্রুটি ভুলে গিয়ে
হৃদয়ের আশ্রয়ে জ্বলা।
ভালোবাসার পূর্ববর্তী
আকাশ ভাসায় গভীর গ্রাস।
আমি ভিজে রই এই বৃষ্টিতে,
প্রকৃতির মাঝে বৃষ্টির গান,
হৃদয়ে গভীর ব্যথা ধারালে।
এক আগামী দিনের অপেক্ষায়,
আপনার সাথে হাসি ভরে ওঠে।
প্রকৃতির বৃষ্টি শোকের আবহ,
মন পুনর্জগর করে সহজে।
আমায় ভাসিয়ে নেয় এই বৃষ্টিতে,
আপন মনে সৈকতে।
প্রকৃতির আবেগে ছোট মন,
ভালোবাসার বৃষ্টি বিচরণে।